বুটেক্সে সিসিপ প্রকল্পের জন্য নির্মিত হচ্ছে আধুনিক ১৩ তলা ভবন

মো: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) সফলভাবে পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব কোণে ভবনটি গড়ে তোলা হবে।

ভবনটি হবে ১৫ তলা ভিত্তির উপর নির্মিত, তবে প্রথম পর্যায়ে ১৩ তলার কাজ শেষ করা হবে। এখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, কনফারেন্স হল, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, ইনডোর প্লে গ্রাউন্ডসহ নানা সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সরকারি সংস্থার অনুমোদনের কাজ প্রায় শেষ এবং খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।

২০১৮ সালে এডিবির সহায়তায় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার চালুর মাধ্যমে বুটেক্সে প্রথমবার পিজিডি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট প্রোগ্রাম শুরু হয়। এর সফলতার ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই থেকে চালু হয় সিসিপ প্রকল্প। নতুন এই ভবন নির্মাণ হলে প্রকল্পটি আরও সুসংগঠিত ও আধুনিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বর্তমানে সিসিপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান। তাঁর সঙ্গে উপ-প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো: সাইদুজ্জামান ও অধ্যাপক ড. মো: রিয়াজুল ইসলাম।

প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, “এটি আমার স্বপ্নের প্রজেক্ট। শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নের জন্য অত্যাধুনিক অবকাঠামো এখানে থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, “নতুন ভবনটি বুটেক্সের জন্য বড় অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবে।”

প্রশাসনের মতে, ভবনটি নির্মিত হলে দেশের টেক্সটাইল খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বুটেক্সে সিসিপ প্রকল্পের জন্য নির্মিত হচ্ছে আধুনিক ১৩ তলা ভবন

অক্টোবর ২, ২০২৫

মো: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) সফলভাবে পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব কোণে ভবনটি গড়ে তোলা হবে।

ভবনটি হবে ১৫ তলা ভিত্তির উপর নির্মিত, তবে প্রথম পর্যায়ে ১৩ তলার কাজ শেষ করা হবে। এখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, কনফারেন্স হল, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, ইনডোর প্লে গ্রাউন্ডসহ নানা সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সরকারি সংস্থার অনুমোদনের কাজ প্রায় শেষ এবং খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।

২০১৮ সালে এডিবির সহায়তায় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার চালুর মাধ্যমে বুটেক্সে প্রথমবার পিজিডি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট প্রোগ্রাম শুরু হয়। এর সফলতার ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই থেকে চালু হয় সিসিপ প্রকল্প। নতুন এই ভবন নির্মাণ হলে প্রকল্পটি আরও সুসংগঠিত ও আধুনিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বর্তমানে সিসিপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান। তাঁর সঙ্গে উপ-প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো: সাইদুজ্জামান ও অধ্যাপক ড. মো: রিয়াজুল ইসলাম।

প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, “এটি আমার স্বপ্নের প্রজেক্ট। শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নের জন্য অত্যাধুনিক অবকাঠামো এখানে থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, “নতুন ভবনটি বুটেক্সের জন্য বড় অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ পাবে।”

প্রশাসনের মতে, ভবনটি নির্মিত হলে দেশের টেক্সটাইল খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।