জগন্নাথপুরে ইজিবাইক চালক সংঘর্ষে নিহত, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শামীম আহমদ (৩৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় ইজিবাইক-টমটম চালক রবিউল মিয়া ও একই গ্রামের শামীম আহমদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় প্রতিপক্ষের হাতে থাকা ধারালো সুলফির আঘাতে শামীম আহমদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ইসলামপুরে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ জন

জগন্নাথপুরে ইজিবাইক চালক সংঘর্ষে নিহত, এলাকায় উত্তেজনা

নভেম্বর ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শামীম আহমদ (৩৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় ইজিবাইক-টমটম চালক রবিউল মিয়া ও একই গ্রামের শামীম আহমদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় প্রতিপক্ষের হাতে থাকা ধারালো সুলফির আঘাতে শামীম আহমদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ইসলামপুরে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ জন