পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অপরাজয় ২১ এসএসসি ব্যাচের জয়

সুকুমার ঋষি, পোরশা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার সোমনগর শাহ্‌পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জমে উঠেছিল উৎসবমুখর পরিবেশ। শুক্রবার দিবাগত রাতে সোমনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় অপরাজয় ২১ এসএসসি ব্যাচ সোমনগর একাদশ ২-১ গোলে মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে নেয়।

খেলার প্রথমার্ধ থেকেই মাঠে ছিল দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের উৎসাহ আর করতালিতে মুখর ছিল পুরো মাঠ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অপরাজয় ২১ এসএসসি ব্যাচ দলের আরাফাত রহমানের দুর্দান্ত পারফরম্যান্সে দলটি জয় নিশ্চিত করে নেয়। অসাধারণ খেলার জন্য আরাফাত রহমানকে “সেরা খেলোয়াড়” নির্বাচিত করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি ফারুক শাহ্।

খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন যুবদল সভাপতি মর্তজা শাহ্ ও বিএনপি নেতা মোজাহারুল হক শাহ্। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আয়োজনে গ্রামীণ এলাকায় ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানান স্থানীয়রা। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান বক্তারা।

পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অপরাজয় ২১ এসএসসি ব্যাচের জয়

অক্টোবর ৪, ২০২৫

সুকুমার ঋষি, পোরশা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার সোমনগর শাহ্‌পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জমে উঠেছিল উৎসবমুখর পরিবেশ। শুক্রবার দিবাগত রাতে সোমনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় অপরাজয় ২১ এসএসসি ব্যাচ সোমনগর একাদশ ২-১ গোলে মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে নেয়।

খেলার প্রথমার্ধ থেকেই মাঠে ছিল দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের উৎসাহ আর করতালিতে মুখর ছিল পুরো মাঠ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অপরাজয় ২১ এসএসসি ব্যাচ দলের আরাফাত রহমানের দুর্দান্ত পারফরম্যান্সে দলটি জয় নিশ্চিত করে নেয়। অসাধারণ খেলার জন্য আরাফাত রহমানকে “সেরা খেলোয়াড়” নির্বাচিত করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি ফারুক শাহ্।

খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন যুবদল সভাপতি মর্তজা শাহ্ ও বিএনপি নেতা মোজাহারুল হক শাহ্। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আয়োজনে গ্রামীণ এলাকায় ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানান স্থানীয়রা। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান বক্তারা।