তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের জরুরি খাদ্য ও স্বাস্থ্যবিধি সহায়তা বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত Emergency Food & Hygiene Package Support প্রকল্পের আওতায় উপজেলার তিনটি ইউনিয়ন – উত্তর শ্রীপুর, দক্ষিন শ্রীপুর ও উত্তর বড়দল – এ মোট ১০০টি পরিবারে জরুরি খাদ্য ও স্বাস্থ্যবিধি সহায়তা প্রদান করা হয়েছে।

৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রকল্পের আওতায় ভূমিহীন, জেলে, নারী প্রধান পরিবার, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং নিম্ন আয়ের পরিবারসহ বিপজ্জনক পরিবেশে বসবাসকারী প্রান্তিক পরিবারগুলোকে খাদ্য ও স্বাস্থ্যবিধি প্যাকেজ বিতরণ করা হয়।

দক্ষিন বড়দল ইউনিয়নের ৩৪ জন, দক্ষিন শ্রীপুর ও উত্তর শ্রীপুরে ৩৩ জন করে উপকারভোগীর মাঝে উপ-উপজেলা এবং ইউনিয়ন পরিষদে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্যাকেজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর

জনাব জুনাব আলী, চেয়ারম্যান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ

Aamilah Begum (Human Appeal)

Jubid Rahman (Human Appeal)

Shale Ahmed (Delegate)

Aftab Rahman (Delegate)

Shakib Ahmed Ihsan (Videographer)

Md. Jahangir Alam, Joint Director, CC & DRR and Rights & Governance Sector, Dhaka Ahsania Mission

মোঃ আলী হায়দার, চেয়ারম্যান, উত্তর শ্রীপুর ইউনিয়ন

প্রজেক্ট ম্যানেজার নুরুল হক ফকিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিটি পরিবারের খাদ্য প্যাকেজে ছিল:

চাল – ৪০ কেজি

তেল – ২ লিটার

মসুর ডাল – ২ কেজি

চিড়া – ২ কেজি

গুড় – ১ কেজি

মুড়ি – ২ কেজি

লবণ – ১ কেজি

আলু – ২.৫ কেজি

পেঁয়াজ – ২.৫ কেজি

রসুন – ১ কেজি

প্রতিটি স্বাস্থ্যবিধি প্যাকেজে ছিল:

২০ লিটার ঢাকনা সহ প্লাস্টিকের বালতি – ১টি

১০ লিটার জেরিকান – ১টি

গোসলের সাবান – ৪টি

ডিটারজেন্ট পাউডার – ১ কেজি

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অ-ব্যবহারযোগ্য স্যানিটারি কাপড় – ৮ পিস

প্লাস্টিকের মগ – ১টি

অ্যান্টিসেপটিক ক্রিম – ১টি

ওরাল স্যলাইন – ১০টি

নেইল কাটার – ১টি

উক্ত সহায়তা পেয়ে সকল উপকারভোগী সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও, প্রকল্পের আওতায় ২০ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশনে ১০০ জন পথশিশুকে গরম খাবার বিতরণ করা হয়।

তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের জরুরি খাদ্য ও স্বাস্থ্যবিধি সহায়তা বিতরণ

অক্টোবর ২৩, ২০২৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত Emergency Food & Hygiene Package Support প্রকল্পের আওতায় উপজেলার তিনটি ইউনিয়ন – উত্তর শ্রীপুর, দক্ষিন শ্রীপুর ও উত্তর বড়দল – এ মোট ১০০টি পরিবারে জরুরি খাদ্য ও স্বাস্থ্যবিধি সহায়তা প্রদান করা হয়েছে।

৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রকল্পের আওতায় ভূমিহীন, জেলে, নারী প্রধান পরিবার, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং নিম্ন আয়ের পরিবারসহ বিপজ্জনক পরিবেশে বসবাসকারী প্রান্তিক পরিবারগুলোকে খাদ্য ও স্বাস্থ্যবিধি প্যাকেজ বিতরণ করা হয়।

দক্ষিন বড়দল ইউনিয়নের ৩৪ জন, দক্ষিন শ্রীপুর ও উত্তর শ্রীপুরে ৩৩ জন করে উপকারভোগীর মাঝে উপ-উপজেলা এবং ইউনিয়ন পরিষদে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্যাকেজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর

জনাব জুনাব আলী, চেয়ারম্যান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ

Aamilah Begum (Human Appeal)

Jubid Rahman (Human Appeal)

Shale Ahmed (Delegate)

Aftab Rahman (Delegate)

Shakib Ahmed Ihsan (Videographer)

Md. Jahangir Alam, Joint Director, CC & DRR and Rights & Governance Sector, Dhaka Ahsania Mission

মোঃ আলী হায়দার, চেয়ারম্যান, উত্তর শ্রীপুর ইউনিয়ন

প্রজেক্ট ম্যানেজার নুরুল হক ফকিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিটি পরিবারের খাদ্য প্যাকেজে ছিল:

চাল – ৪০ কেজি

তেল – ২ লিটার

মসুর ডাল – ২ কেজি

চিড়া – ২ কেজি

গুড় – ১ কেজি

মুড়ি – ২ কেজি

লবণ – ১ কেজি

আলু – ২.৫ কেজি

পেঁয়াজ – ২.৫ কেজি

রসুন – ১ কেজি

প্রতিটি স্বাস্থ্যবিধি প্যাকেজে ছিল:

২০ লিটার ঢাকনা সহ প্লাস্টিকের বালতি – ১টি

১০ লিটার জেরিকান – ১টি

গোসলের সাবান – ৪টি

ডিটারজেন্ট পাউডার – ১ কেজি

মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অ-ব্যবহারযোগ্য স্যানিটারি কাপড় – ৮ পিস

প্লাস্টিকের মগ – ১টি

অ্যান্টিসেপটিক ক্রিম – ১টি

ওরাল স্যলাইন – ১০টি

নেইল কাটার – ১টি

উক্ত সহায়তা পেয়ে সকল উপকারভোগী সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও, প্রকল্পের আওতায় ২০ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশনে ১০০ জন পথশিশুকে গরম খাবার বিতরণ করা হয়।