মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :
টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় দিনব্যাপী এই উৎসব। আয়োজনে ছিল শোভাযাত্রা, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, অধ্যাপক ড. মো. আজিজুল হক, অধ্যাপক ড. মো. আবু জুবাইর, অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাঁধন কেবল একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। নিঃস্বার্থভাবে অন্যের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে তারা। রক্তদানের মতো মহৎ কাজ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।”
‘বাঁধন’ মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি মো. সুজায়েত হোসেন বলেন, “আমরা শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নই, বরং সচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক ও বর্তমান বাঁধন সদস্যরা অংশগ্রহণ করেন।
১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত ‘বাঁধন’ বর্তমানে দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মাভাবিপ্রবি ইউনিট নিয়মিত রক্তদান, সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :
টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় দিনব্যাপী এই উৎসব। আয়োজনে ছিল শোভাযাত্রা, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, অধ্যাপক ড. মো. আজিজুল হক, অধ্যাপক ড. মো. আবু জুবাইর, অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাঁধন কেবল একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। নিঃস্বার্থভাবে অন্যের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে তারা। রক্তদানের মতো মহৎ কাজ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।”
‘বাঁধন’ মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি মো. সুজায়েত হোসেন বলেন, “আমরা শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ নই, বরং সচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক ও বর্তমান বাঁধন সদস্যরা অংশগ্রহণ করেন।
১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত ‘বাঁধন’ বর্তমানে দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মাভাবিপ্রবি ইউনিট নিয়মিত রক্তদান, সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।