বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের লেকফুজি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজনের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস. এম. রাজ।
অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুবদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের লেকফুজি হোটেলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজনের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস. এম. রাজ।
অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুবদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।