শামীমা আক্তারের ” তোর পিরিতের বিষে “

তোর পিরিতের বিষে

শামীমা আক্তার

যেই থেকে তুই চইলে গেছিস
বুক পিঞ্জিরা ছিঁড়ে,
মন থেকে মন মইরে গেছে
ঘৃণার আঁচড় ঘিরে।

তোর দেওয়া এক কষ্টের পাহাড়
বাস করে এই বুকে,
তোর দুখে তে কাঁদি প্রিয়-
হাসি তোর-ই সুখে।

চিলি কোঠায় হালকা হাওয়ায়
তোর ছবিটাই আঁকি,
সুখ স্মৃতিদের আঁকড়ে ধরি
বাকিদের দিই ফাঁকি।

কালো টিপ আর খয়রী লিপস্টিক
তোর কারণেই পরা,
স্বর্ণ দামের পণ্য আজ তুই
দামটা একটু চড়া।

এই আমারে যাহ্ দেখতেছিস
জীবন্ত এক লাশে,
হাজার লোকের ভিড়েও আমি
তোরেই চাই রে পাশে।

ভালোবাসায় বিষ থাকিলে
অমৃত রয় কি সে?
তবে কি? এই মনটা মরছে
তোর পিরিতের বিষে।

শামীমা আক্তারের ” তোর পিরিতের বিষে “

অক্টোবর ২৮, ২০২৫

তোর পিরিতের বিষে

শামীমা আক্তার

যেই থেকে তুই চইলে গেছিস
বুক পিঞ্জিরা ছিঁড়ে,
মন থেকে মন মইরে গেছে
ঘৃণার আঁচড় ঘিরে।

তোর দেওয়া এক কষ্টের পাহাড়
বাস করে এই বুকে,
তোর দুখে তে কাঁদি প্রিয়-
হাসি তোর-ই সুখে।

চিলি কোঠায় হালকা হাওয়ায়
তোর ছবিটাই আঁকি,
সুখ স্মৃতিদের আঁকড়ে ধরি
বাকিদের দিই ফাঁকি।

কালো টিপ আর খয়রী লিপস্টিক
তোর কারণেই পরা,
স্বর্ণ দামের পণ্য আজ তুই
দামটা একটু চড়া।

এই আমারে যাহ্ দেখতেছিস
জীবন্ত এক লাশে,
হাজার লোকের ভিড়েও আমি
তোরেই চাই রে পাশে।

ভালোবাসায় বিষ থাকিলে
অমৃত রয় কি সে?
তবে কি? এই মনটা মরছে
তোর পিরিতের বিষে।