শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
পল্টনে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বড়লেখা পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ, শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন এবং মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পল্টনের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান।
বড়লেখায় পল্টন হত্যা দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
পল্টনে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বড়লেখা পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ, শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন এবং মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পল্টনের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান।