আগামী ২৯ নভেম্বর ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন সম্মেলন ও নির্বাচনের তারিখ নির্ধারণের পাশাপাশি একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত হিসেবে শিক্ষক আনোয়ার হোসেন, বরুন কান্তি দাশ, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত ও মো. সফিক আহমদকে মনোনীত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন, এবং পরিচালনা করেন এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক ও ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও গনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, এবং গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল।

সভায় ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
আগামী ২৯ নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষক সমাজে নতুন নেতৃত্ব আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।

বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার আহ্বান

আগামী ২৯ নভেম্বর ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে

নভেম্বর ৩, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন সম্মেলন ও নির্বাচনের তারিখ নির্ধারণের পাশাপাশি একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত হিসেবে শিক্ষক আনোয়ার হোসেন, বরুন কান্তি দাশ, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত ও মো. সফিক আহমদকে মনোনীত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. নাসির উদ্দিন, এবং পরিচালনা করেন এলঙ্গি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক ও ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও গনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, এবং গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল।

সভায় ছাতক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
আগামী ২৯ নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষক সমাজে নতুন নেতৃত্ব আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।

বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার আহ্বান