পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লো বিএসএফ, বিজিবির প্রতিবাদ

জামিরুল হক সুজন
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালান তৎপরতার সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে আকস্মিক গ্রেনেডের তীব্র শব্দে সীমান্তসংলগ্ন বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠে অনেকেই পরিস্থিতি বুঝতে না পেরে ভীত হয়ে পড়েন।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ভেল্কু লতামারী গ্রাম অবস্থিত। বাংলাদেশ–ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব পিলার ৩-এর শূন্যরেখায় ভারতে অবস্থানরত ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল ভোর ৫টা ২০ মিনিটে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ঘটনার পরপরই বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিজিবি ঘটনাটির তীব্র প্রতিবাদ জানায়।

বৈঠকে বিজিবি জানায়, সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাধারণ মানুষকে ভয়-পানিকের মধ্যে ফেলে। এমন পরিস্থিতি এড়াতে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেয় তারা। অপরদিকে বিএসএফ দাবি করে, ৭ থেকে ৮ জন গরু চোরাকারবারি ভারতের ভেতরে প্রবেশ করলে তাদের ধাওয়া দিতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুই পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে উভয় বাহিনী সম্মত হয়।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত। পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে যেকোনো চোরাচালান কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে বিএসএফকে বলা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্তে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।”

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।নওগাঁর পত্নীতলায় সীমান্ত অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩ চোরাকারবারি

পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লো বিএসএফ, বিজিবির প্রতিবাদ

নভেম্বর ৫, ২০২৫

জামিরুল হক সুজন
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালান তৎপরতার সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে আকস্মিক গ্রেনেডের তীব্র শব্দে সীমান্তসংলগ্ন বাড়িঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠে অনেকেই পরিস্থিতি বুঝতে না পেরে ভীত হয়ে পড়েন।

স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ভেল্কু লতামারী গ্রাম অবস্থিত। বাংলাদেশ–ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব পিলার ৩-এর শূন্যরেখায় ভারতে অবস্থানরত ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল ভোর ৫টা ২০ মিনিটে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ঘটনার পরপরই বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিজিবি ঘটনাটির তীব্র প্রতিবাদ জানায়।

বৈঠকে বিজিবি জানায়, সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাধারণ মানুষকে ভয়-পানিকের মধ্যে ফেলে। এমন পরিস্থিতি এড়াতে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেয় তারা। অপরদিকে বিএসএফ দাবি করে, ৭ থেকে ৮ জন গরু চোরাকারবারি ভারতের ভেতরে প্রবেশ করলে তাদের ধাওয়া দিতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুই পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে উভয় বাহিনী সম্মত হয়।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত। পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে যেকোনো চোরাচালান কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে বিএসএফকে বলা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্তে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।”

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।নওগাঁর পত্নীতলায় সীমান্ত অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩ চোরাকারবারি