নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ৪ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তাঁর জন্ম চাঁদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
পুলিশ ক্যারিয়ারে তিনি সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে একাধিকবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেছেন। সম্প্রতি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ৪ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তাঁর জন্ম চাঁদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
পুলিশ ক্যারিয়ারে তিনি সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে একাধিকবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেছেন। সম্প্রতি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।