সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে ২০২৫ সালের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় শরিষপুরের একটি কমিউনিটি সেন্টারে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া। সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আপ্তাব আলী, দিল হুসেন মেম্বার, আব্দুস শহিদ, মো. নজির আহমদ, আলফু মিয়া, দবির মিয়া ও ছালেহ আহমদ। এছাড়া ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে শাহ আলম ও সেলিম আহম বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেলিম আহমদ।
একই দিন সন্ধ্যা ৭টায় স্থানীয় শরিষপুর পয়েন্টে ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানেও সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া। এই সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আপ্তাব আলী, দিল হুসেন মেম্বার, আব্দুস সহিদ, নজির আহমদ, আলফু মিয়া, দবির আহমদ, ছালেহ আহমদ এবং সেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক রহেল আহমদ।
এ ছাড়া বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নেছার আহমদ, সাজ্জাদুর রহমান ও মখদ্দুছ আলী মেম্বার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের তৃণমূল সম্মেলন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করবে। তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন ও সংগঠন পুনর্গঠন দলীয় কার্যক্রমে নবজাগরণ আনতে সহায়তা করবে বলে আশা করছেন স্থানীয় নেতারা।
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে ২০২৫ সালের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্থানীয় শরিষপুরের একটি কমিউনিটি সেন্টারে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া। সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আপ্তাব আলী, দিল হুসেন মেম্বার, আব্দুস শহিদ, মো. নজির আহমদ, আলফু মিয়া, দবির মিয়া ও ছালেহ আহমদ। এছাড়া ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে শাহ আলম ও সেলিম আহম বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেলিম আহমদ।
একই দিন সন্ধ্যা ৭টায় স্থানীয় শরিষপুর পয়েন্টে ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানেও সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া। এই সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আপ্তাব আলী, দিল হুসেন মেম্বার, আব্দুস সহিদ, নজির আহমদ, আলফু মিয়া, দবির আহমদ, ছালেহ আহমদ এবং সেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক রহেল আহমদ।
এ ছাড়া বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নেছার আহমদ, সাজ্জাদুর রহমান ও মখদ্দুছ আলী মেম্বার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ রানা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের তৃণমূল সম্মেলন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করবে। তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন ও সংগঠন পুনর্গঠন দলীয় কার্যক্রমে নবজাগরণ আনতে সহায়তা করবে বলে আশা করছেন স্থানীয় নেতারা।