ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি ছিনতাই মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সিএনজি ছিনতাই মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রাহিম, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর এবং এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম কাজ করে।

অভিযানে প্রথমে ছাতক থানার মামলা নং-৩৩ (৯) ২০২৫-এর আসামি দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৯নং ওয়ার্ড নরসিংটিলার রহিমা কলোনীর মৃত লাল মিয়ার পুত্র জায়েদ আহমেদ (২১) এবং তায়েদ আহমেদ (২০) কে গ্রেফতার করা হয়।

এছাড়া ছাতক থানার মামলা নং-০৪, তারিখ ০২/০৯/২০২৫-এর আসামি নোয়ারাই ইউনিয়নের আব্দুল জলিলের কন্যা ও রাজারগাঁও গ্রামের ছায়াদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের আব্দুল জলিলের পুত্র আমির আলী (২৬) কে আটক করা হয়।

এ সময় ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. নাছির উদ্দীনের পুত্র মোয়েদ আহমদ (৩৮) সহ নিয়মিত মামলার দুইজন ও ওয়ারেন্টভুক্ত একজন আসামিকেও গ্রেফতার করা হয়।

ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘‘গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

স্থানীয়রা জানান, সম্প্রতি সিএনজি ও পরিবহন সংশ্লিষ্ট ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এ অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

অভিযানের ফলে ছাতক থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং জনগণের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি ছিনতাই মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার

সেপ্টেম্বর ২১, ২০২৫

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সিএনজি ছিনতাই মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রাহিম, এসআই রেজাউল, এসআই সারোয়ার, এসআই বিন আমিন, এএসআই তোহা, এএসআই সাইফুর এবং এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম কাজ করে।

অভিযানে প্রথমে ছাতক থানার মামলা নং-৩৩ (৯) ২০২৫-এর আসামি দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৯নং ওয়ার্ড নরসিংটিলার রহিমা কলোনীর মৃত লাল মিয়ার পুত্র জায়েদ আহমেদ (২১) এবং তায়েদ আহমেদ (২০) কে গ্রেফতার করা হয়।

এছাড়া ছাতক থানার মামলা নং-০৪, তারিখ ০২/০৯/২০২৫-এর আসামি নোয়ারাই ইউনিয়নের আব্দুল জলিলের কন্যা ও রাজারগাঁও গ্রামের ছায়াদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের আব্দুল জলিলের পুত্র আমির আলী (২৬) কে আটক করা হয়।

এ সময় ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. নাছির উদ্দীনের পুত্র মোয়েদ আহমদ (৩৮) সহ নিয়মিত মামলার দুইজন ও ওয়ারেন্টভুক্ত একজন আসামিকেও গ্রেফতার করা হয়।

ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘‘গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

স্থানীয়রা জানান, সম্প্রতি সিএনজি ও পরিবহন সংশ্লিষ্ট ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এ অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

অভিযানের ফলে ছাতক থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং জনগণের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।