আসিফ জিয়া মুন্না, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন,
“সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।”
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করেন। সাধারণ মানুষকে অগ্নিনির্বাপণের কৌশল শেখানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত
আসিফ জিয়া মুন্না, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন,
“সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।”
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করেন। সাধারণ মানুষকে অগ্নিনির্বাপণের কৌশল শেখানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
