মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

রোববার সকাল সাড়ে এগারটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং পরবর্তী আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শিক্ষা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বোরহান আলী।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, প্রযুক্তি ও জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এর লক্ষ্য হলো— দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনগণের প্রস্তুতি বাড়িয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো।

মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

অক্টোবর ১৩, ২০২৫

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

রোববার সকাল সাড়ে এগারটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং পরবর্তী আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শিক্ষা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বোরহান আলী।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, প্রযুক্তি ও জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এর লক্ষ্য হলো— দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনগণের প্রস্তুতি বাড়িয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো।