ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে — সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “দেশ আজ গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে জনগণকে ধানের শীষের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার ছাতকে দলীয় কার্যালয়ে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাক্ষাৎ পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, ভোটাধিকারহীনতা ও নাগরিক অধিকার সংকট থেকে দেশকে উদ্ধার করতে জনগণের ঐক্যই একমাত্র শক্তি। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় ভূমিকা পালন করে আসছে।
তার ভাষায়, “আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, প্রশাসন জবাবদিহিতার বাইরে—এখনই পরিবর্তনের সময়।”

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা–কর্মীদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণের আহ্বান জানান মিলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। এজন্য তৃণমূল নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একলাছুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল গফুর খান, আলা উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকদল সভাপতি খোকন আহমদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুবায়ের আহমদ, সেচ্ছাসেবক দল নেতা সেজুল আহমদ, রাকিব আলী, যুবদল নেতা আব্দুস সোবহান, সালেহ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত

ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে — সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

নভেম্বর ৬, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “দেশ আজ গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে জনগণকে ধানের শীষের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার ছাতকে দলীয় কার্যালয়ে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাক্ষাৎ পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, ভোটাধিকারহীনতা ও নাগরিক অধিকার সংকট থেকে দেশকে উদ্ধার করতে জনগণের ঐক্যই একমাত্র শক্তি। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় ভূমিকা পালন করে আসছে।
তার ভাষায়, “আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, প্রশাসন জবাবদিহিতার বাইরে—এখনই পরিবর্তনের সময়।”

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা–কর্মীদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণের আহ্বান জানান মিলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। এজন্য তৃণমূল নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একলাছুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল গফুর খান, আলা উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকদল সভাপতি খোকন আহমদ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুবায়ের আহমদ, সেচ্ছাসেবক দল নেতা সেজুল আহমদ, রাকিব আলী, যুবদল নেতা আব্দুস সোবহান, সালেহ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত