ডেস্ক রিপোর্টঃ
বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক প্ল্যাটফর্ম ‘গর্বের বাকেরগঞ্জ’ এর পাঁচটি ইউনিয়ন শাখায় নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি পূর্ববর্তী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর স্থলাভিষিক্ত করে চরামদ্দি, চরাদী, ভরপাশা, রঙ্গশ্রী ও নিয়ামতি ইউনিয়ন শাখায় নবগঠিত এই কমিটিগুলো অনুমোদন দেন।
নেতৃত্বরা জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা প্রতিটি ইউনিয়নে সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী ও সংগঠিতভাবে পরিচালনা করবেন। বিশেষ করে স্থানীয় মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক সেবার মাধ্যমে বাকেরগঞ্জকে আরও কর্মমুখী ও সমন্বিত কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এ পাঁচ ইউনিয়ন কমিটির প্রধান লক্ষ্য হবে।
চরামদ্দি ইউনিয়নের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম ইমরান। সহ সভাপতি হিসেবে আছেন তাওহিদ ইসলাম নাঈম, মোঃ রাশেদ শিকদার এবং মোঃ নাঈম ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ গোলাম রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ উজ্জ্বল শিকদার, মোঃ হৃদয় মোল্লা ও মোঃ সাইফুল ইসলাম সোহেল। বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব ও কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও বহু তরুণ কর্মী।
আরোও পড়ুন-বাকেরগঞ্জ পৌর শাখায় ‘গর্বের বাকেরগঞ্জ’ সামাজিক সংগঠনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চরাদী ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শাওন শিকদার। সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর ও অর্থ, জেলা পুনরুদ্ধার, ক্রীড়া, কল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদকসহ কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন একদল উদ্যমী স্বেচ্ছাসেবী।
ভরপাশা ইউনিয়নে সভাপতি হয়েছেন এইচ এম রুবেল জোমাদ্দার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ মশিউর রহমান সোহাগ হাওলাদার। সাংগঠনিক ও সম্পাদকীয় বিভাগে যুক্ত হয়েছেন বিভিন্ন পেশা ও বয়সের সামাজিকভাবে আগ্রহী সদস্যরা।
রঙ্গশ্রী ইউনিয়নে সভাপতি হয়েছেন মোঃ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হাফিজুল ইসলাম। ইউনিয়নের সামাজিক উদ্যোগ শক্তিশালী করতে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রীয় কমিটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।
নিয়ামতি ইউনিয়নে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুদ পারভেজ শাওন। বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে যোগ দিয়েছেন স্থানীয় তরুণরা, যারা ইউনিয়নের সেবামূলক কার্যক্রমকে আরও সংগঠিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিশ্বাস করছে, নবগঠিত এই পাঁচ ইউনিয়ন শাখা মাঠপর্যায়ে মানবিক সেবা, কল্যাণমূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নে নতুন অধ্যায় সৃষ্টি করবে।
গর্বের বাকেরগঞ্জের পাঁচ ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা, স্বেচ্ছাসেবী কার্যক্রমে আসছে নতুন গতি
ডেস্ক রিপোর্টঃ
বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক প্ল্যাটফর্ম ‘গর্বের বাকেরগঞ্জ’ এর পাঁচটি ইউনিয়ন শাখায় নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি পূর্ববর্তী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর স্থলাভিষিক্ত করে চরামদ্দি, চরাদী, ভরপাশা, রঙ্গশ্রী ও নিয়ামতি ইউনিয়ন শাখায় নবগঠিত এই কমিটিগুলো অনুমোদন দেন।
নেতৃত্বরা জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা প্রতিটি ইউনিয়নে সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী ও সংগঠিতভাবে পরিচালনা করবেন। বিশেষ করে স্থানীয় মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক সেবার মাধ্যমে বাকেরগঞ্জকে আরও কর্মমুখী ও সমন্বিত কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এ পাঁচ ইউনিয়ন কমিটির প্রধান লক্ষ্য হবে।
চরামদ্দি ইউনিয়নের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম ইমরান। সহ সভাপতি হিসেবে আছেন তাওহিদ ইসলাম নাঈম, মোঃ রাশেদ শিকদার এবং মোঃ নাঈম ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ গোলাম রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ উজ্জ্বল শিকদার, মোঃ হৃদয় মোল্লা ও মোঃ সাইফুল ইসলাম সোহেল। বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব ও কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও বহু তরুণ কর্মী।
আরোও পড়ুন-বাকেরগঞ্জ পৌর শাখায় ‘গর্বের বাকেরগঞ্জ’ সামাজিক সংগঠনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চরাদী ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শাওন শিকদার। সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর ও অর্থ, জেলা পুনরুদ্ধার, ক্রীড়া, কল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদকসহ কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন একদল উদ্যমী স্বেচ্ছাসেবী।
ভরপাশা ইউনিয়নে সভাপতি হয়েছেন এইচ এম রুবেল জোমাদ্দার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ মশিউর রহমান সোহাগ হাওলাদার। সাংগঠনিক ও সম্পাদকীয় বিভাগে যুক্ত হয়েছেন বিভিন্ন পেশা ও বয়সের সামাজিকভাবে আগ্রহী সদস্যরা।
রঙ্গশ্রী ইউনিয়নে সভাপতি হয়েছেন মোঃ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হাফিজুল ইসলাম। ইউনিয়নের সামাজিক উদ্যোগ শক্তিশালী করতে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রীয় কমিটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।
নিয়ামতি ইউনিয়নে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুদ পারভেজ শাওন। বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে যোগ দিয়েছেন স্থানীয় তরুণরা, যারা ইউনিয়নের সেবামূলক কার্যক্রমকে আরও সংগঠিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিশ্বাস করছে, নবগঠিত এই পাঁচ ইউনিয়ন শাখা মাঠপর্যায়ে মানবিক সেবা, কল্যাণমূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নে নতুন অধ্যায় সৃষ্টি করবে।