নিউজ ডেস্কঃ
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫। রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতার এক ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সামরিক কুচকাওয়াজ ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের মাঝে দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনূস খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎ উপস্থিত সবার মধ্যে তাৎপর্য তৈরি করে। সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে সামগ্রিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অংশ হিসেবে বিবেচিত হয়।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। উভয়পক্ষের মানবিক খোঁজখবরের এই বিনিময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।
এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তাঁর কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদা, আনুষ্ঠানিক সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মান বজায় ছিল। রাজনৈতিক অঙ্গনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এই সাক্ষাৎকে অনেকে জাতীয় ঐক্য ও সৌহার্দ্যের ইতিবাচক নিদর্শন হিসেবে দেখছেন।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনূস ও খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫। রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতার এক ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সামরিক কুচকাওয়াজ ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের মাঝে দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনূস খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎ উপস্থিত সবার মধ্যে তাৎপর্য তৈরি করে। সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সশস্ত্র বাহিনী দিবসকে ঘিরে সামগ্রিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অংশ হিসেবে বিবেচিত হয়।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। উভয়পক্ষের মানবিক খোঁজখবরের এই বিনিময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।
এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তাঁর কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদা, আনুষ্ঠানিক সৌহার্দ্য এবং পারস্পরিক সম্মান বজায় ছিল। রাজনৈতিক অঙ্গনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এই সাক্ষাৎকে অনেকে জাতীয় ঐক্য ও সৌহার্দ্যের ইতিবাচক নিদর্শন হিসেবে দেখছেন।