হাইকোর্টের আদেশে যোগদান, বদলগাছীতে জনরোষে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রধান শিক্ষক আহত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছি উপজেলার বেগুন জোয়ার হাই স্কুলে হাইকোর্টের আদেশে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যাতে প্রধান শিক্ষকসহ অন্তত ৫–৭ জন আহত হন।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু হোসেন ও এক নারী শিক্ষিকাকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই সময় শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন ও নওগাঁর এডিসি (শিক্ষা) জাকির হোসেন ম্যানেজিং কমিটিকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর থেকে প্রধান শিক্ষক বহিষ্কৃত অবস্থায় ছিলেন।

পরে মিঠু হোসেন হাইকোর্টে রিট করে পুনর্বহালের আদেশ লাভ করেন। আদালতের নির্দেশ অনুসারে বুধবার সকালে তিনি বিদ্যালয়ে যোগদান করতে গেলে উত্তেজিত এলাকাবাসী তার পথ রোধ করে। এ সময় স্থানীয় একদল মানুষ তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।নওগাঁর বদলগাছীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত আরও ৩–৪ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ সময় প্রধান শিক্ষকের সমর্থক শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়িতে পরিস্থিতি আরো অবনতির দিকে যায়। খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বদলগাছি থানার ওসি জানান, “ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের নারী কেলেঙ্কারি ঘটনার পর বেগুন জোয়ার হাই স্কুলে শিক্ষক-অভিভাবক দ্বন্দ্বের ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলে আসছে। দুই বছর পর প্রধান শিক্ষকের পুনরায় যোগদানকে কেন্দ্র করে আবারও সেই পুরনো ক্ষোভ নতুন করে বিস্ফোরিত হলো।

হাইকোর্টের আদেশে যোগদান, বদলগাছীতে জনরোষে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রধান শিক্ষক আহত

নভেম্বর ৫, ২০২৫

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছি উপজেলার বেগুন জোয়ার হাই স্কুলে হাইকোর্টের আদেশে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যাতে প্রধান শিক্ষকসহ অন্তত ৫–৭ জন আহত হন।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু হোসেন ও এক নারী শিক্ষিকাকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই সময় শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন ও নওগাঁর এডিসি (শিক্ষা) জাকির হোসেন ম্যানেজিং কমিটিকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর থেকে প্রধান শিক্ষক বহিষ্কৃত অবস্থায় ছিলেন।

পরে মিঠু হোসেন হাইকোর্টে রিট করে পুনর্বহালের আদেশ লাভ করেন। আদালতের নির্দেশ অনুসারে বুধবার সকালে তিনি বিদ্যালয়ে যোগদান করতে গেলে উত্তেজিত এলাকাবাসী তার পথ রোধ করে। এ সময় স্থানীয় একদল মানুষ তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।নওগাঁর বদলগাছীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত আরও ৩–৪ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ সময় প্রধান শিক্ষকের সমর্থক শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়িতে পরিস্থিতি আরো অবনতির দিকে যায়। খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বদলগাছি থানার ওসি জানান, “ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের নারী কেলেঙ্কারি ঘটনার পর বেগুন জোয়ার হাই স্কুলে শিক্ষক-অভিভাবক দ্বন্দ্বের ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলে আসছে। দুই বছর পর প্রধান শিক্ষকের পুনরায় যোগদানকে কেন্দ্র করে আবারও সেই পুরনো ক্ষোভ নতুন করে বিস্ফোরিত হলো।